শেরপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে সিভিল সার্জনের মতবিনিময় সভা

Sherpur-Sivil-Serjonশেরপুর জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সোমবার সিভিল সার্জন অফিস সভাকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. আনোয়ার হোসেন। এসময় সাংবাদিকদের নিকট শিশুদের ভিটামিন এ খাওয়ানোর প্রয়োজনীয়তা এবং এ ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন ডা. নিলাদ্রি হোড় ও ইউনিসেফ জেলা সমন্বয়কারী বিজয় চন্দ্র সরকার।

সিভিল সার্জন ডা. মো. আনোয়ার হোসেন জানান, ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রাতকানা-হাম অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়। আগামী ২৫ এপ্রিল সারাদেশে একযোগে ৫ বছরের নীচের বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। শেরপুর জেলায় এবার ৬-১১ মাস বয়সী ২০ হাজার ৩৭০ শিশুকে ১ টি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৭৬ হাজার ৫৭৫ শিশুকে লাল রঙের ১ টি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য জেলায় ১৮ টি ভ্রাম্যমান কেন্দ্র সহ এক হাজার ৩৯১ টি টিকাদান কেন্দ্রে ৪ হাজার ২২৭ জন স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend