‘বাংলাদেশ যথেষ্ট উন্নতি করেছে’

Afridhi01বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে এমন মন্তব্য করেছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি। বাংলাদেশকে এখন ক্রিকেটের নতুন পরাশক্তিও বলা চলে বলে মন্তব্য করেছেন তিনি। বাংলাদেশের কাছে পাকিস্তানের ওয়ানডে সিরিজ হারে খুব বেশি হতাশ নন বিশ্বকাপ ক্রিকেটের পর ওয়ানডে থেকে অবসর নেওয়া আফ্রিদি। তিনি মনে করেন দলটিতে তরুণ কিছু ক্রিকেটার রয়েছে। তাদেরকে সুযোগ দিতে হবে।
সোমবার দুপুরে হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেছেন আফ্রিদি। বাংলাদেশের বিপক্ষে সিরিজের একমাত্র টোয়েন্টি২০ ম্যাচে অংশ নিতে এ দিন আফ্রিদিসহ আরও ৩ পাকিস্তানী ক্রিকেটার ঢাকায় এসেছেন।
বাংলাদেশের উন্নতি নিয়ে পাকিস্তানের এই সাবেক ওয়ানডে ক্রিকেটার বলেছেন, ‘বাংলাদেশ খুব উন্নতি করেছে। তাদেরকে এখন ক্রিকেটের পরাশক্তি বলা চলে। বিশ্বকাপে তারা এর প্রমাণ রেখেছে। অভিজ্ঞতার দিক দিয়ে কিছুটা পিছিয়ে রয়েছে পাকিস্তান। আশা করি, পাকিস্তান দলের তরুণ ক্রিকেটাররা দ্রুতই উন্নতি করবে।’
এদিকে, সিরিজের প্রথম দুটি ওয়ানডে ম্যাচে পাকিস্তানের ব্যর্থতার প্রসঙ্গে আফ্রিদি বলেছেন, ‘পাকিস্তানের বর্তমান দলটি নিয়ে আমি আশাবাদী। আমার বিশ্বাস, অল্পকিছু দিনের মধ্যেই এই দলটি একটি শক্তিশালী দলে পরিণত হবে।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend