তারেককে ফিরিয়ে আনতে যুক্তরাজ্য সরকারকে চিঠি

Tareq_Rahman_1বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে আনতে যুক্তরাজ্য সরকারকে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার।
এ বছরের ১৩ মার্চ পুলিশ সদর দফতর থেকে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিটি পাঠানো হয়। ২৪ মার্চ যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতর লন্ডন হাইকমিশনকে চিঠির প্রাপ্তিস্বীকার করে। ওই প্রাপ্তিস্বীকার পত্রে তারা বিষয়টি বিবেচনায় রেখেছে বলে জানায়।
এ বিষয়ে মঙ্গলবার (২০ এপ্রিল) পুলিশ সদর দফতর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো চিঠির কপি দ্য রিপোর্টে সংরক্ষিত আছে।
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। এ ঘটনায় মতিঝিল থানায় দায়ের করা মামলায় তারেক রহমানকে আসামি করা হয়।
সর্বশেষ আন্তর্জাতিক পুলিশ সংস্থা— ইন্টারপোল তারেক রহমানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে।
ইন্টারপোলের ওয়েবসাইটে ‘ওয়ান্টেড পারসন’ হিসেবে তারেক রহমানের নাম-পরিচয় ও বিবরণ দেওয়া হয়েছে। ওয়েবসাইটটিতে তারেক রহমান সম্পর্কে বলা হয়েছে, ৪৭ বছর বয়সী তারেকের জন্ম ১৯৬৭ সালের ২০ নভেম্বর। তিনি বাংলা, ইংরেজি ও উর্দু ভাষা জানেন। তার চোখ ও চুলের রং কালো এবং শরীরের উচ্চতা ১.৬৮ মিটার।
ইন্টারপোলের ওয়েবসাইটে বাংলাদেশের ৬১জনের নাম-বিবরণ রয়েছে। সবার শেষে তারেক রহমানের নাম, ছবি ও বিবরণ দেওয়া হয়েছে।
এ বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘তারেক রহমান যুক্তরাজ্যে পলাতক রয়েছেন। তার বিষয়ে ওই দেশের সংশ্লিষ্ট দফতরের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের চিঠি চালাচালি হচ্ছে।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend