শ্রীবরদীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ

শ্রীবরদীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ

স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সদন বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা  মাধ্যমিক শিক্ষা অফিস শ্রীবরদীর আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ^রীতে বিভিন্ন প্রতিযোগিতায় বিজীয়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুয়েল। এসময় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান সহ বিজয়ী শিক্ষক, শিক্ষার্থীরা।
উল্লেখ্য, স্কুল পর্যায়ে মাটিফাটা গণি মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান, মাদ্রসা পর্যায়ে মামদামারী দাখিল মাদ্রাসার সুপার মো. আব্দুল কাদির, কারিগরি পর্যায়ে সাদেক আলী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রকিবুল হাসান। প্রতিষ্ঠান পর্যায়ে শ্রীবরদী সরকারি কলেজ, শ্রীবরদী আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউশন, লঙ্গরপাড়া দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসা ও হালিমা আহসান টেকনিক্যাল (বিএম) ইনস্টিটিউট। এছাড়াও শ্রেণি শিক্ষক হিসেবে শ্রীবরদী সরকারি কলেজের গৌতম কুমার ঘোষ, শ্রীবরদী এপিপিআই’র শিখা রানী দে, ভটপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার কে. এম ফারুক ও শ্রীবরদী এপিপিআই’র মো. খালেদ রেজা শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend