ঝিনাইগাতী পাইলট প্রকল্পে অসহায় পরিবারের মাথা গোঁছার ঠাঁই
ঝিনাইগাতী সংবাদদাতাঃ শেরপুর জেলার সমস্যায় জর্জরিত,হত দরিদ্র নিন্ম আয়ের ঝিনাইগাতী উপজেলা। শিল্প কারখানা বিহীন ৭টি ইউনিয়নেই মানুষ অনেক কষ্টে জীবন জিবীকা নির্বাহ করে। বন্য হাতির উপদ্রবে সীমান্তবর্তী
বসবাসকারী মানুসের দুঃখের শেষ নেই।বর্তমান সরকারের প্রধান মন্ত্রীর আশ্রয়ন পাইলট প্রকল্পের অধিনে ৭টি ইউনিয়নে জায়গা নির্ধারণ করে অসহায় পরিবারের মাথা গোঁছার ঠাঁইয়ের জন্যে ১টি করে ঘর ২লাখ ১১ হাজার টাকা বরাদ্ব দিয়ে ৭টি ঘর উক্তোলন করার পত্র পেয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ ব্যাপারে নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক জানায়
আমি ৭টি ঘর উক্তোলনের জন্যে ১৪ লাখ ৭৭ হাজার টাকার বরাদ্বের প্রথম চিঠি পেয়েছি। সময় আছে জায়গা নির্ধারণ করা হয়েছে জুনে কাজ শুরু হবে। এ প্রকল্পের আওতায় দুঃখী ছিন্নমূল মানুষেরা,মুক্তিযুদ্বা,বিধবা বাসস্থানের অগ্রাধিকার পাবে বলে জানান।