গ্রামে ভালো না লাগলে চাকরি করার দরকার নেই: প্রধানমন্ত্রী

ঢাকা: সরকারি হাসপাতালের চিকিৎসক ও সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “গ্রামপর্যায়ে বদলি হওয়ার পরে যারাঠিকমতো দায়িত্ব পালন করেন না, তাদের চাকরি করার দরকার নেই।”

বুধবার বিকেলে জাতীয় সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “কর্মস্থলে দায়িত্ব পালন করেন না, এমন চিকিৎসক ও শিক্ষকদের বাদ দিয়ে
নতুনদের নিয়োগ দেয়া হবে।”

কিছুটা তীর্যক ভাষায় তিনি বলেন, “বেসরকারি হাসপাতালে বা স্কুলে ঠিকমতো চাকরি করেন, অথচ সরকারি চাকরি হলেও গাফিলতি করবেন, তা হবে না।”

অপর এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা জানান, প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি প্রশিক্ষণকেন্দ্র নির্মাণ করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, “বিদেশে দক্ষ শ্রমিকের চাহিদা অনেক। আর সে কারণে শ্রমিকদের দক্ষ করে গড়ে তোলার জন্য সরকার নানা কর্মসূচি হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। এই প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হলে সংশ্লিষ্ট এলাকার বিদেশ গমনেচ্ছু বেকার যুবক ও যুবনারীরা প্র প্রশিক্ষণ নিয়ে নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পারবেন। তাছাড়া ওই এলাকায় আরো কোনো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থাকলে সেগুলোর মধ্যেও এই প্রশিক্ষণ কেন্দ্র সমন্বয় করবে।”

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend