শুরু হল এইস এস সি পরীক্ষা
মাহমুদুল হাসান লিমনঃ আজ ৩রা এপ্রিল শুরু হল প্রথম দিনের এইস এস সি পরীক্ষা । ছাত্র-ছাত্রীদের আজ পরীক্ষা ছিল বাংলা প্রথম পত্র ।
ছাত্র- ছাত্রীদের সাথে কথা বলে জানা যায়, “এবার প্রশ্নপত্র ফাস না হলে তারা পরীক্ষা অনেক ভাল দিতে পারবে, গত কিছু বার প্রশ্ন ফাস হবার কারনে অনেক মেধাবীরা তাদের সঠিক মেধা প্রকাশ করতে পারে নাই” যদিও প্রশ্ন পত্র ফাঁস হবার ঘটনা ঘটেছে তারপর পরবর্তী পরীক্ষাগুলোতে এমনটা না হয় তা জানিয়েছেন ।
অবিভাবকরা জানায়, অনেক আগে থেকেই তারা বিভিন্নভাবে প্রশ্ন পাবার অফার পাচ্ছেন এবং মোটা অঙ্কের টাঁকা দিলেই প্রশ্ন পাওয়া যাবে । আরও বলেন “এমন একটি দেশে আমরা বাস করি যেখানে আমাদের শিক্ষার্থীদের আর পড়তে হয় না টাঁকা থাকলেই পাস করা যায়” ।
পরীক্ষা সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয় ।