শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত হলেন প্রবীণ সাংবাদিক এবিএম মূসা
ঢাকা : প্রবীণ সাংবাদিক এ বি এম মূসার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সাংবাদিক, রাজনীতিবিদসহ সর্বস্তরের মানুষ। তার দীর্ঘ দিনের চিরচেনা জাতীয় প্রেসক্লাবে এই বরেণ্য সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন তার শুভাকাঙ্খিরা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে জাপান-বাংলাদেশ ফ্রে-শীপ হাসপাতালের একটি লাশবাহী গাড়িতে করে এ বি এম মূসার মরদেহ জাতীয় প্রেসক্লাবে নিয়ে আসা হয়।
প্রেসক্লাব চত্বরে নির্মিত বিশেষ মঞ্চে রাখা মূসার মরদেহে ফুল দিয়ে প্রথম শ্রদ্ধা জানানো হয় জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে। শ্রদ্ধা জানান, বিএফউইজে, ডিইউজে, ঢাকা রিপোর্টার ইউনিটি, সরকারের পক্ষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএনপির পক্ষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়।
বাদ জোহর তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এই চিরচেনা জাতীয় প্রেসক্লাব চত্বরে।