ইমরানকে গণজাগরণের মুখপাত্রের পদ থেকে ‘অব্যাহতি’
ঢাকা: ডা. ইমরান এইচ সরকারকে গণজাগরণ মঞ্চের মুখপাত্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে দাবি করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও প্রজন্ম একাত্তর।
শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করে সংগঠন দুটি।
‘যুদ্ধাপরাধীদের বিচারের দীর্ঘসূত্রতার’ প্রতিবাদে ১৮ এপ্রিল শাহবাগে সমাবেশ ও দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়ার পরদিনই মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে অব্যাহতি দেয়ার কথা জানাল মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও প্রজন্ম একাত্তর।
তবে গণজাগরণ মঞ্চে ইমরানবিরোধী হিসেবে পরিচিত সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও মুক্তিযোদ্ধা প্রজন্মের এমন কোনো এখতিয়ার আছে কি না- যার বলে তারা মুখপাত্রের দায়িত্ব থেকে ইমরানকে অব্যাহতি দিতে পারে সে বিষয়টি পরিষ্কার নয়।
গত বছরের ২৬ মার্চ গণজাগণ মঞ্চের সব ধরনের কর্মসূচি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় ছাত্রলীগ। মূলত এরপরই উদ্ভব ঘটে ছাত্রলীগ সমর্থিত মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের।