এরশাদকে বেঈমান বললেন খালেদা
রাজনৈতিক প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে বেঈমান ও মোনাফেক বলে আখ্যায়িত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগরের ৬ষ্ঠ সম্মেলন ও জাতীয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়া বলেন, ‘এরাশাদের জাতীয় পার্টি তিন চার টুকরা হয়ে গেছে। এরশাদ নির্বাচনের আগে বলেছিল সে রিজাইন করেছে, মনোনয়ন প্রত্যাহার করেছে। তাহলে সে শপথ নেয় কি করে, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হয় কি করে’ প্রশ্ন রাখেন তিনি।’
এরশাদকে উদ্দেশ করে তিনি বলেন, ‘এই লোক হলো বেঈমান, মোনাফেক। তাকে বিশ্বাস করা যায় না। এ জন্য তার দল থেকে লোকজন বের হয়ে আসছে।’
তিনি বলেন, ‘উনি কি উপদেশ দিবেন, তাকে দেশের কেউ বিশ্বাস করে না। বিদেশিরাও বিশ্বাস করে না । উনি কি দূতিয়ালি করবেন? এরশাদ অনেক দুর্নীতি করেছেন, অনেক মানুষ হত্যা করেছেন। তার বিচার হয়নি। সব জমা আছে।’