চলে গেল শিশু মোতালেবও, মৃতের সংখ্যা বেড়ে ৪
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজারের দোকানে অগ্নিকাণ্ডে দগ্ধ শিশু মোতালেবও (১৪) মারা গেছে। অগ্নিদগ্ধ হওয়ার পর প্রায় ৩৩ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়েছিল এই শিশু।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়।
মোতালেবের মৃত্যুর মধ্যে দিয়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার।
মোতালেবের পুরো নাম আব্দুল মোতালেব। তার শরীরের ৭৫ শতাংশ পুড়ে গিয়েছিল। মোতালেবের বাবার নাম শফিউল্লাহ পাটোয়ারি। লক্ষীপুরের রামগঞ্জে তার বাড়ি।
এরআগে শুক্রবার দুপুর পৌনে ১টা থেকে দেড়টার মধ্যে মারা যান ওই অগ্নিকাণ্ডে দগ্ধ শফিকুল আজম (৫০) ও ইব্রাহিম খলিল (৩৫)। তার আগে বৃহস্পতিবার রাত ১টায় মারা যান আবদুল লতিফ (৬০)।
ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীনদের মধ্যে এখনও তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিসকরা। তারা হলেন- দোকান মালিক মাহমুদুল হাসান মাহফুজ (৩৬), জাকির হোনেন (৩৮), জহিরুল ইসালাম (৪৮)।
উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা সোয়া ২টার দিকে তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজারের আলাউদ্দীন গার্মেন্টসের নিচতলায় মাহফুজ সুইং অ্যান্ড সার্ভিস নামে একটি দোকানে আগুন লেগে দগ্ধ হন ১১ জন