নোয়াখালীতে স্কুলে অগ্নিকাণ্ড, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নাই ইউনিয়নের শিবপুর গ্রামে শিবপুর মুসলিম হাই স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই স্কুলটির ৩টি কক্ষ সম্পূর্ণ পুড়ে যায়।
এতে ল্যাবের কম্পিউটার, আসবাবপত্র, নগদ অর্থসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোরে মসজিদ থেকে নামাজ পড়ে মুসল্লিরা স্কুলে আগুন দেখে নিজেরা আগুন নেভানোর চেষ্টা চালায় এবং মাইজদী ফায়ার স্টেশনে খবর দেয়।
স্কুলের প্রধান শিক্ষক আ. ফ. ম ইসমাইল শিবলী জানান, অগ্নিকাণ্ডে বিদ্যালয়ের অফিস কক্ষ, ল্যাবে থাকা ১০টি কম্পিউটার, লাইব্রেরির মূল্যবান বইপত্র, ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন কার্ড, প্রধান শিক্ষকের কক্ষ এবং শিক্ষকদের গুরুত্বপূর্ণ কাগজপত্র, নগদ অর্থসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মাইজদী ফায়ার স্টেশন অফিসার কবির হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।