রাস্তায় ডিম ভেঙ্গে টাঙ্গাইলে বিক্ষোভ করছে খামারীরা
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করছে বাংলাদেশ পোল্ট্রি খামার সমিতি টাঙ্গাইল জেলা শাখার খামারীরা। ডিমের ন্যায্য মূল্যের দাবিতে রাস্তার উপরে ডিম ভেঙ্গে বিক্ষোভ করে খামারীরা। এসময় মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে প্রায় ৪৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
শনিবার বেলা একটার দিকে মহাসড়কের এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় তারা এ অবরোধ শুরু করে।
সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেছেন, ডিমের ন্যায্য দাবি মানা হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।