ফেনীতে ছুরিকাঘাতে যুবক খুন
নিজস্ব প্রতিবেদক:
ফেনী শহরে রামপুর এলাকায় বাসা থেকে মোবাইল ফোনের মাধ্যমে ডেকে নিয়ে আবু কায়সার (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। মৃত আবু কায়সার ফেনী শহরের রামপুর এলাকার অধ্যাপক আবুল খায়েরের ছেলে।
শনিবার সকাল ৭টার দিকে শহরের আল-জমিয়াতুল ফালাহিয়া মাদ্রাসা এলাকা থেকে কায়সারের লাশ উদ্ধার করে পুলিশ।
ফেনী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সকালে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ফেনী সদর হাসপাতালের আরএমও অসীম কুমার সাহা জানান, নিহতের শরীরে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয় একাধিক সূত্রের দাবি, একই এলাকার এক গৃহবধূর সঙ্গে পরকীয়ার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।