‘তারকাঁটা’ সিনেমার গানের অ্যালবাম
বিনোদন ডেক্স:
বহুল আলোচিত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের চিত্রনাট্য ও পরিচালনায় ‘তারকাঁটা’ সিনেমার গানের অ্যালবাম প্রকাশ পেয়েছে। অ্যালবামটি প্রকাশ করেছে লেজার ভিশন।
এই অ্যালবামটিতে মোট সাতটি গান থাকবে। আরফিন রুমির সংগীত পরিচালনায় গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশ ও ভারতের বেশ কয়েকজন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী।
বাংলাদেশের বেবী নাজনীন, আরফিন রুমি, কনা, নওমী, পারভেজ, পুজা, খেয়া, লিজার পাশাপাশি গেয়েছেন ভারতের মমতা শর্মা, সুনীধি চৌহান ও পলক। গান লিখেছেন কবির বকুল, অনুরূপ আইচ, জাহিদ আকবর, মাহমুদ মানজুর, জনি হক ও আরফিন রুমি।
পরিচালক রাজ বলেন, “ছবির প্রয়োজনে বিভিন্ন ধরনের গান রেখেছি। প্রত্যেকটি গানই শ্রুতিমধুর। গানে যেন বৈচিত্র্য আসে সে জন্য বাংলাদেশের পাশাপাশি ভারতীয় জনপ্রিয় শিল্পীদেরও রেখেছি।”
‘তারকাঁটা’ ছবির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, আরেফিন শুভ ও বিদ্যান সিনহা মীম। গত মাসেই ছবিটির শুটিং শেষ হয়েছে। বর্তমানে এডিটিংয়ের কাজ চলছে।