বন্ধ হওয়া গণমাধ্যম খুলে দেয়ার পরীক্ষা-নিরীক্ষা চলছে: ইনু
বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দিগন্ত টিভি, ইসলামিক টেলিভিশন ও আমার দেশ পত্রিকা খুলে দেওয়ার ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে তিনি সাংবাদিকদের আনুরোধ করেছেন, “আপনারা পারলে তাদের গোলাপজল দিয়ে ধুয়ে মুছে শুদ্ধ করুন।’
আজ(রোববার) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন আয়োজিত ‘রুপসীবাংলা’ শীর্ষক আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইনু গণমাধ্যম বন্ধ প্রসঙ্গে দুঃখ প্রকাশ করে বলেন, ‘সে সময়ে এর বিকল্প আর কোন উপায় ছিল না।’
এসময় তিনি আরো বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিষয়টি সুরাহা না হওয়ায় তিনি “সত্যিকার অর্থেই দুঃখিত”। তিনি উল্লেখ করেন, বহু বছর পর হলেও অন্যান্য হত্যাকাণ্ডের বিচার এ সরকার করেছে। সুতরাং তিনি আশাবাদী সাগর-রুনি হত্যারও বিচার এদেশে একদিন হবেই।
তিনি আরো বলেন, “দেশবাসীর সামনে সাগর-রুনির খুনিদের মুখোশ উন্মোচন করবই। খুনিদের আড়ালের কোন প্রচেষ্টায় ইনু জড়িত থাকবে না, এটার নিশ্চয়তা আপনাদের আমি দিচ্ছি।“
বিএনপির মধ্যবর্তী নির্বাচন দাবি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘সবাইকে নিয়ে আমরা নির্বাচন করতে চাই। তবে এর আগে দেশ থেকে জঙ্গিবাদ দূর করতে হবে। আর জঙ্গিবাদ মুখে মুখে দূর হবে না। তার জন্য একটি জাতীয় চুক্তি হওয়া প্রয়োজন। সে চুক্তিতে যারা ঐক্যমতে পৌঁছবে, তাদের নিয়ে যে কোন সময় নির্বাচন করা যাবে।’
বিকৃতির হাত থেকে ইতিহাসকে বাঁচাতে ফটোসাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে উল্লেখ করে ইনু তাদের ভূয়সী প্রশংসা করেন।
এ সময় তিনি বলেন, গণমাধ্যম সাহসী হলে গণতন্ত্র রক্ষা পায়। গণমাধ্যম ভুল করলে গণতন্ত্র থাকে না।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি একেএম মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, বিএফইউজে মহাসচিব আব্দুল জলিল ভূঁঞা, বিএফইউজের (একাংশের) সভাপতি শওকত মাহমুদ প্রমুখ