৪৩ বছর পর কামালপুরে…..
গোলাম রাব্বানী নাদিম, বকসীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরঃ দীর্ঘ ৪৩ বছর পর আবারও বাংলার মাটিতে পা রাখলেন ৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধে যৌথ বাহিনীর ১১ নং সেক্টরের কমান্ডিং অফিসার বিগ্রিডিয়ার (অবঃ) পানওয়ার বসন্ত কুমার।
সোমবার দুপুরে ভারতীয় উচ্চ পদস্থ সামরিক বাহিনীর (অব) ৭ সদস্যের এক প্রতিনিধি দলের সাথে তিনি ১১ নং সেক্টরের গুরুত্বপুর্ন যুদ্ধঘাটি জামালপুরের কামালপুর রনাঙ্গনে পরিদর্শণ করেন।
তার সাথে লেঃ জেনালের সুতিস নামিবিয়ার, মিসেস ইন্ডরা নামিবিয়ার, বিগ্রিঃ জেনারেল বি.সি চিম্মা, কর্ণেল কুলকার্নি সুবাস, লেঃ কর্নেল মহেষ চন্দ্র মুকিন্দলাল, পুন্তামবেকার কেশব শ্রীপতি।
এ সময় বাংলাদেশের পক্ষ প্রতিনিধি দলকে স্বাগত জানান, ৩৫ বিজিবির অধিনায়ক কর্ণেল তারিক, বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার এরশাদ হোসেন খান, প্রেসক্লাবের সভাপতি সরওয়ার জামান রতন।
প্রতিনিধি দল যুদ্ধে স্মৃতি বিরজিত স্থানসমূহ পরিদর্শণ ও কামালপুর স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন।
এ সময় তিনি ৭১ সালে যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহনকারী এলাকার মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় করেন।