শেরপুরের কাকলি মার্কেটে হাতে বানানো শক্তিশালী বোমার বিস্ফোরণ
শেরপুর প্রতিনিধি
১৪ এপ্রিল রাত পৌনে আটটার দিকে শেরপুরের কাকলী মার্কেটের হাবিব ওয়াচ কোং নামে একটি দোকানের সামনে হাতে বানানো একটি শক্তিশালী বোমা নিক্ষেপ করে দুবৃত্তরা। এসময় বিস্ফোরণের আঘাতে দোকানের দেয়াল, ছাদ ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। তবে লোকজন না থাকায় কোন আহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানায়, কিছু বুঝে উঠার আগেই তারা বিস্ফোরণের শব্দ পান। কে বা কারা বোমাটি নিক্ষেপ করেছে তা কেউই বলতে পারেনি। এদিকে পুলিশ জানিয়েছে, বোমাটি সম্ভবত দেশীয় প্রযুক্তিতে তৈরী। বোমার ভেতর স্পিন্টার হিসাবে বল, মার্বেল ও কাচের টুকরা ব্যবহার করা হয়েছে। এছাড়াও ব্যাটারিযুক্ত একটি সার্কিটও পাওয়া গেছে বিস্ফোরণ স্থলে।
তবে কে কি কারণে এই বোমার বিস্ফোরণ ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।