মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অনুপস্থিতিতে এখন থেকে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের বিষয়ে এখন থেকে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশাসনে গতিশীলতা আনতে এ উদ্যোগ নিয়েছে সরকার।
সূত্রমতে, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের অনুপস্থিতিতে তাদের পর্যায়ে নিষ্পত্তিযোগ্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করতে হবে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা স্বাক্ষরিত পরিপত্রটি গতকাল রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের কাজে অধিকতর গতিশীলতা আনতে ও দক্ষতার সঙ্গে কার্যাদি নিষ্পন্ন করার স্বার্থে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর অনুপস্থিতিতে তার পর্যায়ে নিষ্পত্তিযোগ্য বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করতে হবে।