দলের যুগ্ম মহাসচিব হতে চলেছেন ‘নিখোঁজ’ ইলিয়াস আলী!
রাজনৈতিক প্রতিবেদক:
দীর্ঘ দু’বছর ধরে ‘নিখোঁজ’ বিএনপি নেতা ইলিয়াস আলী দলের যুগ্ম মহাসচিব হতে চলেছেন। ২০০৯ সালের সর্বশেষ কাউন্সিলে তাকে সিলেট বিভাগের দায়িত্ব দিয়ে সাংগঠনিক সম্পাদক করা হয়েছিল। আগামী কাউন্সিলেই ইলিয়াসকে পদোন্নতি দেওয়া হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এদিকে এই পদোন্নতির আগেই বর্তমান সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবনকে পূর্ণ সাংগঠনিকের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গত বৃহস্পতিবার খালেদা জিয়ার সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির সভায় ডা. জীবনকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত হয়। এদিকে ইলিয়াসকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত হলেও বর্তমান পদ থেকে সরিয়ে দেয়া হচ্ছে বলে সিলেট বিএনপিতে তোলপাড় শুরু হয়েছে।
সিলেট বিএনপির ধারণা- ইলিয়াসকে সরিয়ে দিলে তাকে ‘ফিরে পাওয়ার আন্দোলন’ ব্যাহত হবে। এমনকি সরকার ইলিয়াসকে ‘গুম’ করেছে বলে যে দাবি করা হচ্ছে তাও প্রশ্নবিদ্ধ হবে।
তবে দলের শীর্ষ পর্যায়ের মতে, সাংগঠনিক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন খালি থাকায় সিলেট অঞ্চলে বিএনপি সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপজেলা নির্বাচনে উন্নতি হলেও কাঙ্ক্ষিত ফল আসেনি বলে মনে করেন তারা। এজন্য দলকে চাঙ্গা করতে ডা. জীবনকে সাংগঠনিকের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি আন্দোলন অব্যাহত রাখতে ইলিয়াসকে পরবর্তী কাউন্সিলে পদোন্নতি দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান কেন্দ্রীয় এক শীর্ষ নেতা।
উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বাসায় ফেরার পথে ইলিয়াস আলী তার গাড়ির চালক আনসার আলীসহ নিখোঁজ হন।
সূত্র: দৈনিক সমকাল