সন্ত্রাসীদের কোনো ছাড় নেই : তথ্যমন্ত্রী
জাসদ সভাপতি ও তথমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সন্ত্রাসী সে কোনো দলের হোক না কেন তার কোনো ছাড় নেই।
সোমবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলা জাসদের সহ-সভাপতি ইসমাইল হোসেন পাঞ্জেরের জানাযা নামাজের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কুষ্টিয়াসহ দক্ষিণাঞ্চল সন্ত্রাসীদের জনপদ ছিলো। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ১৯৯৬ সাল থেকে ২০০১ পর্যন্ত শেখ হাসিনা সরকারের নেতৃত্বে এই দক্ষিণাঞ্চল শান্তির জনপদে রূপান্তরিত হয়েছিল। জাসদ নেতা পাঞ্জের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের ধরে আইনের আওতায় আনা হবে।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদসহ কেন্দ্রীয় জাসদ ও মহাজোটের নেতৃবৃন্দ।