নিখোঁজ বিমানের খোঁজে এবার সাবমেরিন
নিখোঁজ মালয়েশিয়ান বিমানের খোঁজে শিগগিরই মিনি সাবমেরিন মোতায়েন করা হবে বলে জানিয়েছেন যৌথ তল্লাশি অভিযানে নেতৃত্বদানকারী অষ্ট্রেলিয়ার মুখপাত্র অ্যাঙ্গাস হিউস্টন। সোমবার তিনি এ কথা জানান।
তিনি বলেন, তল্লাশি অভিযানে নিয়োজিত থাকা ওশেন শিল্ড দিন শেষে তার কার্যক্রম বন্ধ করবে এবং মিনি সাবমেরিন ব্লুফিন-২১ শিগগিরই মোতায়েন করা হবে।
তিনি বলেন, আমরা শেষ সংকেত সনাক্ত করেছি গত ছয়দিন আগে। এরপর আর কোন সংকেত পাইনি। তাই সময় এসেছে পানির নীচে তল্লাশি চালানোর।
তিনি জোর দিয়ে বলেন, বিমানের ব্ল্যাক বক্সের ব্যাটারি সাধারণত ৩০ দিন পর্যন্ত সচল থাকে। অথচ বিমানটি নিখোঁজ রয়েছে ৩৮ দিন ধরে। তাই সমুদ্র তলদেশে তল্লাশির জন্য শিগগিরই যুক্তরাষ্ট্রের তৈরি ব্লুফিন-২১ মোতায়েন করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে নিখোঁজ মালয়েশিয়ান বিমান এমএইচ-৩৭০ উদ্ধারে ভারত মহাসাগরে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
সূত্র : বিবিসি.