নাইজেরিয়ায় জঙ্গি হামলায় কমপক্ষে নিহত ৭০
ক্যামেরুন সীমান্তবর্তী নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় গোলযোগপূর্ণ বর্নো রাজ্যে সোমবার সন্দেহভাজন বোকো হারাম জঙ্গিদের হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে।
বামা জেলার সরকারি প্রশানিক কর্মকর্তা বাবা শেহু গুলুম্বা বলেন, ‘জঙ্গিরা আমচাকা ও এর পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামে হামলা চালায়। এ সময় তারা অনেক বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়।’
রাজ্যের রাজধানী মাইদুগুরি থেকে টেলিফোনে গুলুম্বা বলেন, ‘সন্দেহভাজন বোকো হারামের জঙ্গিরা ট্রাক, মোটরসাইকেল ও দু’টি সাঁজোয়া গাড়ি নিয়ে আমচাকা ও পার্শ্ববর্তী গ্রামগুলোতে হামলা চালায়। তাদের বেপরোয়া গুলিবর্ষণ ও ঘরবাড়িতে আগুন দিতে থাকায় লোকজন আতঙ্কিত হয়ে চারদিকে পালানোর চেষ্টা করে। এতে কমপক্ষে ৭০ জন নিহত ও অনেক লোক আহত হয়।’
নিরাপত্তা সূত্র জানায়, ক্যামেরুনের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ক্যামেরুন সীমান্তবর্তী আমচিদ শহরে সন্দেহভাজন বোকো হারামের তিন জঙ্গিকে গুলি করে হত্যা করেছে।
সূত্র জানায়, সোমবার সকালে ওই শহরে একটি পুলিশ ফাঁড়িতে বোকো হারামের সশস্ত্র জঙ্গিরা আগুন দেয়ায় ওই এলাকায় নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে।
এদিকে হামলা আতঙ্কে ওই রাজ্যের প্রায় ৪০০ শিক্ষার্থী শনিবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বর্জন করেছে।
সূত্র : বিবিসি।