অনির্দিষ্টকালের কর্মবিরতিতে বারডেম চিকিৎসকরা

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে বারডেম চিকিৎসকরা

bardem2শুধুমাত্র জরুরি বিভাগ ছাড়া অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বারডেম জেনারেল হাসপাতালের সব স্তরের চিকি‍ৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। মঙ্গলবার দুপুরে চিকিৎসকদের পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে, চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে যথাযথ তদন্তের জন্য ক্লিনিক্যাল ডিরেক্টর প্রফেসর মির্জা ‍মাহাবুবুর হাসান ফয়সালকে প্রধান করে পাঁচ সদস্যদের একটি কমিটি গ্রহণ করা হয়েছে। এর আগে মঙ্গলবার ১১টা থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত কর্মবিরতি পালন করেন তারা। এছাড়া ঘটনার প্রতিবাদে চিকিৎসকরা শাহবাগ মোড়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। এর ফলে হাসপাতালের সার্বিক চিকিৎসা কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়।

উল্লেখ্য, রোববার হাসপাতালটির ১৩২ নম্বর ওয়ার্ডের একজন রোগীর মৃত্যু হয়। এতে তার স্বজনরা ক্ষিপ্ত হয়ে ওই ওয়ার্ডে হামলা ও ভাঙচুর চালায়। ওই সময় কর্তব্যরত কয়েকজন চিকিৎসক লাঞ্ছিত হন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend