ধরা পড়লো ১৫ ফুটের শঙ্খচূড়
বিদেশ ডেক্সঃ
রাতে হঠাৎ একটা অচেনা শব্দে ঘুম ভেঙে যায় অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার রম্পাচোড়াভরমের এক বাসিন্দার। বাড়ির পাশ থেকেই আসছে শব্দটা। হাতে টর্চ নিয়ে তা লক্ষ্য করে এগিয়ে গিয়ে তো তার চোখ কপালে। এক বিশাল শঙ্খচূড় সাপ শুয়ে রয়েছে তার ঘরের পাশেই।
এরপর আর দেরি করেননি তিনি। প্রতিবশীদের নিয়ে ছুটে যান বনবিভাগের কর্মকর্তাদের কাছে। খবর পেয়ে সাপটি সন্ধানে জাল, লাঠি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে চলে আসে বনবিভাগের দল।
দীর্ঘ চার ঘণ্টার চেষ্টায় ১৫ ফুট লম্বা এই শঙ্খচূড় সাপটিকে তারা ধরতে সক্ষম হয়। পরে সাপটিকে বিশাখাপত্তনমের জুলজিক্যাল পার্কে নিয়ে যাওয়া হয়। এতোবড় কেউটে সাপ রীতিমতো বিরল।
পৃথিবীর দীর্ঘতম বিষাক্ত সাপ শঙ্খচূড় ভারতের জঙ্গলেই পাওয়া যায়। তবে মানুষের সংস্পর্শ এড়িয়েই বাঁচার চেষ্টা করে তারা।