গর্ভধারণের আগেই দেখা যাবে সন্তান!

মায়ের গর্ভে ভ্রুণ এলে তা ছেলে না মেয়ে সেটা জানা এখন মামুলি ব্যাপার। তবে এবার গর্ভধারণের আগেই আপনি দেখতে পারবেন আপনার শিশুকে। কী বিশ্বাস হচ্ছে না? সত্যি বলছি। এমনই একটি প্রযুক্তি আবিষ্কার করেছে বিজ্ঞানীরা। যার নাম দেয়া হয়েছে ‘ম্যাচরাইট টেকনোলজি’।

এ প্রযুক্তির মাধ্যমে বাবা ও মায়ের ডিএনএ’র মিশ্রণে তৈরি করা যাবে ডিজিটাল ভ্রুণ। আর সেখান থেকেই শিশুর চোখ, ত্বকের রং, উচ্চতা ও কোমরের মাপও জানা যাবে। শুধু তাই নয় কী ধরনের বংশগত রোগ শিশুর মধ্যে সঞ্চারিত হতে পারে তাও জানা যাবে এই পদ্ধতির সাহায্যে।

এ প্রসঙ্গে প্রিন্সটন ইউনিভার্সিটির গবেষক লি সিলভার জানান, এই প্রযুক্তির মাধ্যমে ভ্রূণ বংশগত রোগের বাহক কি না তা জানা যাবে। সিস্টিক ফাইব্রোসিস বা টে স্যাচ রোগের মতো বিরল কিছু জিনগত রোগ সম্পর্কেও বলে দেবে ‘ম্যাচরাইট টেকনোলজি’।

বর্তমানে গর্ভধারণের পর ডিএনএন স্ক্রিনিং পদ্ধতির সাহায্যে ভ্রূণের রোগ সম্পর্কে জানা যায়। কিন্তু এ প্রযুক্তির মাধ্যমে গর্ভধারণের আগেই জানা যাবে। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রের দু’টি ফার্টিলিটি ক্লিনিকে এই প্রযুক্তির সুবিধা পাওয়া যাবে। image_86430_0

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend