সকলের উন্নয়নের স্বার্থে এক হয়ে কাজ করুন : যোগাযোগমন্ত্রী
নিজস্ব প্রতিবেদকঃ
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আপনারা আমাকে শান্তি দিন। আমি এলাকার ব্যাপক উন্নয়ন করব। বর্তমান সরকারের আমলে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে আগামী ২ বছরের মধ্যে নোয়াখালীর-৫ আসনের সদর ও কোম্পানীগঞ্জ এলাকার চেহারা পাল্টে যাবে। মন্ত্রী আরো বলেন, সকলের উন্নয়নের স্বার্থে সকলে এক হয়ে কাজ করুন। আমি আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি। নোয়াখালী কোম্পানীগঞ্জ হয়ে জোরালগঞ্জ সড়ক করব। সড়ক হলে এলাকার মানুষ গরিব থাকবে না। উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধি পাবে। তিনি সোমবার সকাল ১০টায় নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা মিলনায়তনে প্রকল্প বাস্তবায়ন “বসতির” উদ্যোগে দরিদ্র মায়ের জন্য মাতৃত্বভাতা প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তবে এই কথা গুলো বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন “বসতির’ সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজীর হায়াত খান, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নুর নবী চৌধুরী, উপজেলার ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল প্রমুখ। মন্ত্রী আরো বলেন সংঘাত পরিহারে রাজনীতি করতে হবে। সংঘাত চাইনা রক্তপাত চাইনা। বাংলাদেশের মানুষ শান্তি চাই। আগামী ২ বছরের মধ্যে রাস্তা, গ্যাস, বিদ্যুৎ জনগনের পত্যাশা প্রত্যাশা অনুযায়ী পুরণ হবে। তিনি বলেন, আমার নির্বাচনী এলাকা একটি রাজনৈতিক দল সরকারী কয়েকটি গুরুত্বপূর্ন অফিসে আগুন দিয়েছে। অটোরিক্সা আগুন দিয়ে চালক হত্যা করেছে। হত্যার রাজনীতি মানুষ বিশ্বাস করে না, দেশের মঙ্গল ভয়ে আনে না। পরে তিনি কবিরহাট সরকারী কলেজ মাঠে পহেলা বৈশাখী মেলা উদ্ভোধন করেন। উদ্ভোধনি অনুষ্ঠানে জেলা আওয়ামী সাধারণ সম্পাদক ও নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এমপি বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।