ধামইরহাটে সড়ক দূর্ঘটনায় আহত ২, সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদকঃ নওগাঁর ধামইরহাটে পিকআপ ভ্যানের ধাক্কায় দু’স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে। পুলিশ পিকআপ ভ্যান ও তার চালককে আটক করেছে। আহত ছাত্রদেরকে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে,গত মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জয়পুরহাট থেকে পিকআপ ভ্যান (জয়পুরহাট-ঠ-১১.০০০৪) যোগে পল্লী বিদ্যুতের মালামাল রাজশাহীতে নেয়ার পথে উপজেলার আমাইতাড়া কলকলিয়া সেতুর নিকটে বিপরীত দিক থেকে বাই সাইকেল যোগে আসা দু’স্কুল ছাত্রকে সজোরে ধাক্কা দেয়। ছাত্ররা টিফিন পিরিয়ড়ে বাড়ীতে দুপুরের খাবারের জন্য যাচ্ছিল। এতে ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর দু’ছাত্র উপজেলার টিএন্ডটি এলাকার আসাদুল ইসলামের পুত্র আরাফাত হোসেন (১২) একই এলাকার নিমাই এর পুত্র বিপ্লব (১২) গুরুতর জখম হলে তাৎক্ষনিক তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে স্থানান্তর করা হয়। এ খবর ছড়িড়ে পড়লে সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা কিছু সময়ের জন্য ধামইরহাট-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে। থানা পুলিশ পিকআপ ভ্যান ও ওই ভ্যানের চালক জয়পুরহাট সদর উপজেলার আমদই গ্রামের নুরন্নবীর পুত্র হাফিজুর রহমান (২২) কে উদ্ধার করে থানা নিয়ে আসে।