“সারা বাংলাদেশে আনন্দের সুবাতাস বইছে : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদকঃ
সারা বাংলাদেশে শান্তি শৃঙ্খলা ও আনন্দের সুবাতাস বইছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার জঙ্গীবাদ নিয়ন্ত্রনে আছে। জনগন সাথে থাকলে যে কোন বাঁধা সহজে অতিক্রম করা যায়। মানুষ জঙ্গীবাদ মানুষ হত্যা ও গাড়ি পুড়িয়ে দেওয়া বিশ্বাস করে না। জাতী সাতক্ষিরায় জঙ্গীদের তান্ডব দেখেছে। বর্তমানে দেশের মানুষ শান্তিতে আছে। ১লা বৈশাখের অনুষ্ঠানে মানুষের ঢল নেমেছিল। দেশ এখন আলোকিত বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর সকল অঙ্গিকার পর্যায়ক্রমে পূরন করে যাচ্ছি। উন্নয়ন ও শিল্পায়নের চাকা সমান তালে ঘুরছে। বিদ্যুতের চাহিদা পূরন করতে সক্ষম হয়েছে শেখ হাসিনার সরকার। আওয়ামীলীগ ৩০ লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি নিয়ে ক্ষমতায় এসছিল। এখন ঘাটতি পূরন করে আমরা খাদ্য রপ্তানী করতে পারব। শেখ হাসিনার দূরদর্শীতায় আমরা শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন সাধন করেছি। মেধাবীদের বৃত্তি প্রদান করলে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগীতা বৃদ্ধি পায়। গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আশুতোষ চক্রবর্ত্তী স্মারক শিক্ষাবৃত্তি-২০১৪ প্রদান অনুষ্ঠানে আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হসপিটাল (প্রাঃ) লিমিটেডের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোল্লেখিত কথা গুলো বলেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এম পি। ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ আবদুর রহমান, বালিকা বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, ঢাকার তেজগাঁও কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রশিদ, সরাইল উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ, মুক্তিযোদ্ধা আবদুল হালিম, সরকারি অন্নদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ হাসান ও বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব খান। অনুষ্ঠানে উপজেলার তিনটি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৬১ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এর আগে সকাল ১১টায় সরাইল থানার নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্ভোধনী অনুষ্ঠানে ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। সেখানে মন্ত্রীকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে লাল গালিছা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। পরে থানা চত্বরে মন্ত্রী একটি আম গাছের চারা রোপন করেন। জেলা পুলিশ সুপার মোঃ মুনিরুজ্জামান পি,পি,এম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সারা বাংলাদেশে নতুন থানা ভবন নির্মাণ কাজ চলছে। জায়গার অভাবে অনেক স্থানে ভবন নির্মাণ সম্ভব হচ্ছে না। আমরা পুলিশের কষ্ট লাঘব করছি। পুলিশ সদস্যের সংখ্যা বৃদ্ধি করে চলেছি। পুলিশের সাথে জনগনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক এ লক্ষে আমরা কাজ করছি। তিনি সরাইলের অরুয়াইলে স্থায়ী পুলিশ ক্যাম্প ও সরাইল- নাসিরনগর সড়কের ধরন্তী এলাকায় একটি পুলিশ ফাঁড়ি করার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তারেক জিয়া বিদেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে মামলা হতে পারে। তিনি বলেন, পুলিশের গাড়ি বৃদ্ধির বিষয়টি একটি চলমান পক্রিয়া। এ পক্রিয়া চলছে।