গৌরনদীতে প্রতিবন্ধি গৃহবধুকে ধর্ষন
নিজস্ব প্রতিবেদকঃ
বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ পিঙ্গলাকাঠী গ্রামের বুদ্ধি প্রতিবন্ধি এক গৃহ বধুকে ধর্ষনের ঘটনার একদিন পর গৌরনদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার ধর্ষিতা নিজে বাদী হয়ে ধর্ষক আলাউদ্দিন হাওলাদারের বিরুদ্ধেএ মামলা দায়ের করেছেন। শনিবার ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশালে প্রেরন করা হয়েছে।
ধর্ষিতা অভিযোগ, মামলার বিবরনে জানা গেছে, ধর্ষিতার স্বামী জামাল ঘরামী (৩৫) জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করেন। বাড়ীতে গৃহবধূ তার শাশুড়ী ও ৩ বছরের কন্যাকে নিয়ে বাড়িতে থাকেন । গত ১১ মার্চ রাতে তার শাশুড়ী বাড়ীতে ছিলেন না ্ওই রাতে একই গ্রামের আকফাত আলী হাওলাদারের পুত্র ৩ সন্তানের জনক আলাউদ্দিন হাওলাদার গৃহের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে তাকে জোড় পূর্বক ধর্ষন করে। এ সময় তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে আলাউদ্দিনকে হাতে-নাতে আটক করে। বিষয়টি নিয়ে স্থানীয় মান্নান হাওলাদারের বাড়ীতে শালিস বৈঠকের আয়োজন করা হয়। স্থানীয়রা জানায়, শালিসরা আলাউদ্দিনের কাছ থেকে মোটা অংকের টাকা উৎকোচ নিয়ে বিষয়টিকে ধামাচাপা দেয়ার চেষ্টা চালায়। ধর্ষিত গৃহবধু জানান, ধর্ষিত হওয়ার পর স্বামী ও তার পরিবারের লোকজন তাকে বাড়ী থেকে তাড়িয়ে দেয়।