বাংলাদেশ থেকে পাকিস্তানি এজেন্টকে আটক করল ‘র’!

বাংলাদেশ থেকে পাকিস্তানি এজেন্টকে আটক করল ‘র’!

পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই’র পাসপোর্ট তৈরিতে এক ছোট্ট ভুলের জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর হাতে ধরা পড়ে গেলেন বাংলাদেশে অবস্থানরত ইন্ডিয়ান মুজাহদীনের (আইএম) পাকিস্তানি নেতা জিয়া-উর-রহমান ইলিয়াস ওয়াকাসকে। ওয়াকাস বাংলাদেশে লুকিয়ে ছিলেন এবং গ্রেপ্তার হওয়ার আগে তিনি নেপাল হয়ে পাকিস্তান যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।

এক সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, যদিও ওয়াকাস বাংলাদেশে আছেন বলে ‘র’-এর কাছে তথ্য ছিল কিন্তু তার অবস্থানের ব্যাপারে পুরোপুরি অন্ধকারে ছিল তারা। এদিকে ‘র’-এর তৎপরতায় এবং অন্যান্য ঘটনায় আইএসআই ধারণা করে- তাদের এজেন্টের কাভার নষ্ট হয়ে গেছে এবং তাকে দেশে ফেরত নেওয়া জরুরী। এরই সূত্র ধরে ওয়াকাসের জন্য একটা পাসেপোর্ট তৈরি করে সংস্থাটি।আইএসআই’র তৈরিকৃত পাসপোর্টটি নিয়ে ওয়াকাস যখন ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান, ইমিগ্রেশনে কর্মকর্তাদের মনে তা দেখা মাত্র সন্দেহের উদ্রেক হয়। তারা আবিষ্কার করেন, পাসপোর্টে বিমানবন্দরে প্রবেশের টিকিট নেই। সন্দেহ পাকাপোক্ত হতেই ইমিগ্রেশন কর্মকর্তারা ওয়াকাসকে আটকের প্রস্তুতি নেন। এরই মাঝে বিষয়টি ‘র’-এর একজন কর্মকর্তারা নজরে আসে। তিনি তাঁর স্মার্ট ফোনে দ্রুত ওয়াকাসের একটি ছবি তোলেন। ছবিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেন। কর্মকর্তারা যাচাই করে দেখতে পান, ছবির ওই ব্যক্তিকেই খুঁজছেন তাঁরা। এরপর ‘র’-এর কর্মকর্তারা তাদের কৌশল খাটিয়ে ওয়াকাসকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। পরে তাঁকে ভারতে নিয়ে যান।জানা যায়, ওয়াকাস ইন্ডিয়ান মুজাহদীনের তাহসীন আখতার ‘মনু’র সাথে কোনোরকম কোনো সন্দেহসৃষ্টি না করেই ওয়েবচ্যাটের মাধ্যমে যোগাযোগ করে। ওয়াকাসকে তাহসীনের সাথে সাক্ষাতের জন্য বলা হলে ওয়াকাস নেপালে সাক্ষাতের স্থান ঠিক করে। তাহসীন নেপালে গেলে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো নেপালকে সাবধান করে দেয়। নেপাল পুলিশ সীমান্ত এলাকা সিল করে এবং তাহসীনকে আটক করে। তারপর তাকে দিল্লী পুলিশের হাতে হস্তান্তর করলে পশ্চিমবঙ্গের জেলে পাঠানো হয় তাহসীনকে। এঘটনা ভারতীয় সংস্থাটির জন্য অত্যন্ত গর্বের একটা বিষয় হয়ে রয়েছে।ইয়াসিন ভাটকালের গ্রেপ্তারের বিষয়টিও এক্ষেত্রে আলোচনার বিষয় ছিল। ভাটকালের গ্রেপ্তারের পরও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না ওয়াকাসকে। এতোদিন ধরে খুঁজে ফেরা ওয়াকাসকে বাংলাদেশের মাটি থেকে আটক করল ‘র’।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend