বরুণ বিজেপি প্রার্থী হয়ে পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে : প্রিয়াঙ্কা গান্ধী
রাজনীতিতে পরিবারতন্ত্র প্রসঙ্গে ফের বরুণ গান্ধীকে একহাত নিলেন দিদি প্রিয়াঙ্কা বঢরা গান্ধী। মঙ্গলবার আমেঠিতে রাহুল গান্ধীর প্রচারসভায় তিনি সরাসরি আক্রমণ করেন বরুণকে। এদিন তিনি মন্তব্য করেন, লোকসভা নির্বাচন আদর্শের লড়াই, পারিবারিক চায়ের আসর নয়। শুধু তাই নয়, বিজেপি প্রার্থী হিসাবে দাঁড়িয়ে পরিবারের সঙ্গে বরুণ বিশ্বাসঘাতকতা করেছেন বলেও দাবি সনিয়া কন্যার।
নির্বাচনী প্রচার কেন্দ্র করে গান্ধী পরিবারের সদস্যদের মধ্যে কাজিয়া নিয়ে আপাতত জল্পনা চরমে। ঘটনার সূত্রপাত খুড়তুতো ভাই বরুণ সম্পর্কে প্রিয়াঙ্কা গান্ধীর একটি মন্তব্য থেকে। সম্প্রতি এক সাক্ষাত্কারে প্রিয়াঙ্কা বলেন, বরুণ পথভ্রষ্ট হয়েছেন। ওঁকে সঠিক দিশায় ফিরিয়ে আনা প্রয়োজন। জবাবে দিদিকে রেয়াত করেন না বরুণ। সুলতানপুরের জনসভায় তিনি সাফ জানান, শিষ্টতার লক্ষ্ণণরেখা পেরিয়ে গিয়েছেন প্রিয়াঙ্কা। শুধু তাই নয়, তিনি মনে করিয়ে দেন, তাঁর ভদ্রতা ও উদারতাকে যেন দূর্বলতা বলে মনে না করা হয়।
বরুণ গান্ধীর ‘সাবধানবাণী’র প্রেক্ষিতেই এদিন আমেঠিতে অভিযোগে ফেটে পড়লেন প্রিয়াঙ্কা। সাক্ষাত্কারের অংশ জনসমক্ষে প্রকাশিত হওয়ার জন্য কোনও অনুশোচনা তো নয়ই, উল্টে নিজের বিবৃতির পাশেই দাঁড়ালেন তিনি। নাম না করেও এদিন তিনি বরুণকে কটাক্ষ করে বলেন, পারিবারিক চায়ের আড্ডা আর লোকসভার মধ্যে পার্থক্য রয়েছে।নির্বাচন আদর্শের সংঘাত।
এদিনই আমেঠির অদূরবর্তী সুলতানপুরে বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন বরুণ। মতাদর্শের সংঘর্ষের কথা বলে সে দিকেই ইঙ্গিত করেন প্রিয়াঙ্কা। ছোট ভাইয়ের প্রতি তিনি যে যথেষ্ট রুষ্ট, তা প্রকাশ করতেই বলেন, ‘আমার সন্তান এমন কাজ করলে কখনওই ক্ষমা করতাম না।’
নির্বাচনী প্রচার উপলক্ষে দেশের অন্যতম প্রথম সারির পরিবারের সদস্যদের মধ্যে এ হেন বাকযুদ্ধ এ যাবত্ বিরল। বরুণ-প্রিয়াঙ্কার কাজিয়া স্বাভাবিক ভাবেই প্রভাব ফেলছে কংগ্রেস-বিজেপি দুই শিবিরেই।