ট্রাকের ধাক্কায় লেগুনার ৪ যাত্রী নিহত
গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৪ জন লেগুনা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।
মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দাওয়াই গ্রামের মাহা মিয়ার ছেলে মো. হাকিম (৫০), সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেসাইল গ্রামের হবিবুর রহমানের ছেলে সুবহান মিয়া (২৫) ও বগুড়ার নন্দি গ্রামের শাহীন মিয়ার স্ত্রী খাদিজা আক্তার (২০)।
বাকি একজনের পরিচয় জানা যায়নি ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল পৌনে ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈরগামী একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই একজন এবং পরে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরো তিন জনের মৃত্যু হয়।
কোনাবাড়ী সালনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, নিহত তিন জনের লাশ স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজনের লাশ কোনাবাড়ী হাইওয়ে থানায় রাখা আছে। এ ঘটনায় ট্রাক ও লেগুনা দুটিকে জব্দ করা হয়েছে।