কুমিল্লার বরুড়ায় সংখ্যালঘু পরিবারে বখাটেদের হামলা : আহত ৩
কুমিল্লার বরুড়ায় এক সংখ্যালঘু পরিবারে হামলা চালিয়ে তিনজনকে মারাত্মক আহত করেছে একদল বখাটে। মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় জনতা এক বখাটেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
স্থানীয় শিপন ভৌমিক জানান, বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের সুরিচৌ গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার পথে পার্শ্ববর্তী গ্রামের ওয়াসিম ও কুদ্দুস নামে দুই বখাটে ননী গোপাল হালদারের ঘরের জানালা দিয়ে মহিলাদের লক্ষ্য করে সিগারেটের ফুলকি ছুড়ে মারে। এ নিয়ে বাড়ির লোকদের সাথে বাকবিতন্ডা ও হাতাহাতি হয়। পরে ঐ দুই বখাটে ফিরে গিয়ে ২০/২৫ জন সহকারে এসে ননী গোপাল হালদারের বাড়িতে হামলা চালায়। এতে দীপক হালদারের মাথা ফেটে যায় এবং ননী গোপালের স্ত্রী পাখী রাণী হালদার ও ছেলে অসীম হালদার আহত হন। তাদের বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
ঘটনার পর স্থানীয় জনতা বখাটে কুদ্দুসকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। হিন্দু সম্প্রদায়ের লোকজন সম্ভাব্য হামলার আশঙ্কায় গ্রামে পাহাড়া দিচ্ছেন।