রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধের মৃত্যু : আটক ৩
খবর বাংলা২৪ ডেক্স:লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা পুলিশ জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় বৃদ্ধ আবুল খায়ের পাটোয়ারীর (৬৫) মৃত্যুতে দুই স্কুল ছাত্রসহ তিনজনকে আটক করেছে। পুলিশ নিহত আবুল খায়েরের লাশ উদ্ধার করে আজ বুধবার সকালে লক্ষ্মীপুর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। এঘটনায় মৃতের বড় ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে আজ বুধবার সকালে ৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, রামগঞ্জ পৌর বাশঘর গ্রামের পূর্ব পাটোয়ারী বাড়ীর আবুল খায়েরের সাথে পাশ্ববর্তি ডা: সফিকুর রহমান ও আবদুল মান্নানের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসায় আবুল খায়ের রামগঞ্জ পৌরসভার মেয়রের নিকট একটি অভিযোগ জমা দেন। এরই জের ধরে মঙ্গলবার সকালে বিরোধপূর্ন সম্পত্তিতে আবদুল মান্নান ও ডা: সফিকের লোকজন ঘর নির্মান করতে গেলে আবুল খায়ের পাটোয়ারী বাধা প্রদান করলে সংর্ঘষ বেধে যায়। এসময় বেধড়ক পিটুনিতে আবুল খায়ের গুরুতর আহত হলে বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় নেয়ার পথে রাত সাড়ে ৮টায় আবুল খায়ের পাটোয়ারী মারা যান।
মঙ্গলবার রাত ৯টায় রামগঞ্জ থানা পুলিশ ঘটনার সাথে জড়িত থাকায় আবদুল মান্নান (৫০) ছেলে রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণী ছাত্র মো. ঈমন (১৫), ও সফিক ডাক্তারের ছেলে শরীফ (১৫ কে বাড়ী থেকে আটক করে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন জানান, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর হাসপাতাল মর্গে প্রেরন করেছি। এব্যপারে নিহতের বড় ছেলে বাদী হয়ে থানায় ৬জনে বিরুদ্ধে একটি মামলা করেছেন।
মঙ্গলবার রাত ৯টায় রামগঞ্জ থানা পুলিশ ঘটনার সাথে জড়িত থাকায় আবদুল মান্নান (৫০) ছেলে রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণী ছাত্র মো. ঈমন (১৫), ও সফিক ডাক্তারের ছেলে শরীফ (১৫ কে বাড়ী থেকে আটক করে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন জানান, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর হাসপাতাল মর্গে প্রেরন করেছি। এব্যপারে নিহতের বড় ছেলে বাদী হয়ে থানায় ৬জনে বিরুদ্ধে একটি মামলা করেছেন।