মেহেরপুর জেলায় গমের বাম্পার ফলনের আশা

gomখবর বাংলা২৪ ডেক্স:

চলতি মৌসুমে মেহেরপুর জেলায় গম চাষের লক্ষমাত্রা ছাড়িয়ে গেছে। গমের বাম্পাার ফলন হবে বলে কৃষকরা ধারণা করছে।
মেহেরপুর জেলা কৃষি স¤প্রসারন অধিদপ্তর সূত্রে জানা গেছে চলতি মৌসুমে মেহেরপুর জেলায় গম চাষের লক্ষমাত্রা ধার্য করা হয়েছিল ১৬ হাজার ৭শত ৩৮ হেক্টর জমিতে। কিন্তু এবার গম চাষের অনুকুল পরিবেশ থাকায় নির্ধারিত লক্ষ মাত্রার চেয়ে ৪শত ৬২ হেক্টর বেশী জমিতে গম চাষ হয়েছে। অর্থাৎ মেহেরপুর জেলায় গম চাষ হয়েছে ১৭ হাজার ২শত হেক্টর জমিতে। গত বছর মেহেরপুর জেলায় গম চাষ হয়েছিল ১৭ হাজার ৬শত ৯৫ হেক্টর জমিতে। কৃষি স¤প্রসরণ অধিদপ্তর সূত্রে আরো জানা গেছে, আবাদ কৃত জমির মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ৬ হাজার ৮ শত হেক্টর, মুজিবনগর উপজেলায় ১ হাজার ৫শত হেক্টর এবং গাংনী উপজেলায় ৮ হাজার ৯ শত হেক্টর জমিতে গম চাষ হয়েছে।
মেহেরপুর সদর উপজেলার অমঝুপি গ্রামের গমচাষী শহিদুল ইসলাম জানান, অঅবহাওয়া ভালো থাকায় এবার তার আবাদকৃত গমের ফলন অনেক ভালো হয়েছে। তিনি আশা করেন বিঘা প্রতি তার জমিতে ১৬/১৭ মন গম পাওয়া যাবে।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা এসএ, নুরুন্নবী আবু আল হালিম জানান, চলতি মৌসুমে আনুকুল পরিবেশ থাকায় আবাদ কৃত গমে বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা অনেক বেশী।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend