ছাতকে লাফার্জ-সুরমা সিমেন্ট কারখানার পরিবহন শ্রমিকদের মানববন্ধন

lafarzখবর বাংলা২৪ ডেক্স:

সুনামগঞ্জের ছাতক লাফার্জ-সুরমা সিমেন্ট কারখানার পরিবহন শ্রমিকরা চাকুরীতে যোগদানের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। আজ বুধবার দুপুরে লাফার্জ-সুরমা ফেরী ঘাটে এ কর্মসূুচি পালন করে। লাফার্জ-সুরমা কর্তৃপক্ষ ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শামসুল হুদার রায় উপেক্ষা করে চাকুরীতে যোগদানে বাধা দেয়ায় তারা এ মানববন্দন কর্মসূচী পালন করেন। এর আগে চাকুরীতে যোগদানে বাধা দেয়ায় অভিযোগে রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আইনী সহযোগীতা চেয়ে একটি আবেদন দাখিল করেন পরিবহন শ্রমিকরা। চাকুরী স্থায়ী করার দাবীতে ২৩ পরিবহন শ্রমিক গত বছরের ৯ ডিসেম্বর চট্রগ্রাম ২য় শ্রম-আদালতে ২৩টি পৃথক আইআর মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে গত ২৯ জানুয়ারী বিনা নোটিশে এসব পরিবহন শ্রমিককে কাজে যোগদানে বাধা দেন লাফার্জ কর্তৃপক্ষ। গত ১০ এপ্রিল মামলার আপিল নি®পত্তি না হওয়া পর্যন্ত পরিবহন শ্রমিকদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদি বহাল রাখতে ঢাকার শ্রম-আপিল  ট্রাইব্যুনাল আদেশ প্রদান করেন। কিন্তু লাফার্জ-সুরমা কর্তৃপক্ষ বিভিন্ন টালবাহানা করে শ্রমিকদের কাজে যোগদানে বাঁধা দিচ্ছে। গত ২২/৭/১৩ ইং তারিখে বাংলাদেশ গেজেটে প্রকাশিত ৩০নং আইনী ধারা সংশোধন পূর্বক শিক্ষানবীশ কাল শেষে কনফারমেশন লেটার দেয়া না হলে উপ-ধারার ৭এর বিধান অনুযায়ী সংশ্লিষ্ট শ্রমিক চাকুরীতে স্থায়ী বলে গন্য হয়। এসব আইনের তোয়াক্কা না করে তাদের কাজে যোগদানের বাধা দিচ্ছেন লাফার্জ-সুরমা কর্তৃপক্ষ। আজ বুধবার ছাতক পৌর শহরের বিভিন্ন কাজের শ্রমিকদের সাথে নিয়ে পরিবহন শ্রমিকরা মানববন্ধন করেন। শ্রমিক নেতা খালেদ আহমদের সভাপতিত্বে ও মোঃ শাহজাহানের পরিচালনায় অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন, পরিবহন শ্রমিক মোঃ আরিফ, নজরুল ইসলাম, সুমন মিয়া, মুজিবুর রহমান, কামাল মিয়া, সামছু মিয়া প্রমুখ।সভায় বক্তারা বলেন আগামী তিন দিনের মধ্যে তাদের কাজে যোগদানের সুযোগ না দিলে কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend