ব্রণের দাগ দূর করবে আলুর রস
ব্রণ হয় সাধারণত ত্বকে জমে থাকা ধূলা-ময়লার প্রভাবে, হরমোনের পরিবর্তনের কারণে অথবা ভিটামিনের অভাব কিংবা অতিরিক্ত তৈলাক্ত খাবার গ্রহণের ফলে। ব্রণ হলে দাগ পড়ে সৌন্দর্যে খানিকটা ভাটা পড়ে।
যাহোক, এ কথা জেনে রাখুন, ব্রণ দূর করে আপনার সৌন্দর্য্য বাড়িয়ে দিতে পারে আপনার হাতের নাগালে থাকা উপকারী সবজি- আলু।
জেনে নিন কিভাবে ব্যবহারবিধি।
একটানা একমাস আলু ও নিমপাতা একসঙ্গে বেটে ত্বকে লাগাবেন। এতে ত্বকে ব্রণ উঠবে না, আর ব্রণের দাগ থাকলে দূর হয়ে যাবে।
সপ্তাহে ৩ দিন কাঁচা হলুদ ও আলু একসঙ্গে বেটে ত্বকে লাগালে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।
এছাড়া রোদে পুড়ে যাওয়া ত্বকে আলু গোল গোল করে কেটে কিংবা আলু ব্লেন্ডারে দিয়ে বা শিল পাটায় বেটে রস ত্বকে লাগালে ত্বকের যেকোন দাগ দূর হবে।