জিয়া কি তাহলে মিথ্যা কথা বলছেন?
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি তারানা হালিম এমপি বলেছেন, ‘জিয়াউর রহমান যখন স্বাধীনতা ঘোষণা পাঠ করেন তখন তিনি নিজেকে প্রেসিডেন্ট না বলে মেজর হিসেবে পরিচয় দিয়েছেন।’ তিনি তারেক জিয়ার প্রতি প্রশ্ন রেখে বলেন, ‘তাহলে কি তার বাবা (জিয়াউর রহমান) মিথ্যা কথা বলেছেন?’
বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোল টেবিল মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তারানা হালিম একথা বলেন।
তারানা হালিম প্রশ্ন রেখে বলেন, ‘যখন তাদের দলেরই জন্ম হয়নি তখন তিনি রাষ্ট্রপতি হন কীভাবে? তারেক জিয়ার এ উক্তি যে দুরভিসন্ধিমূলক তা দেশের জনগণ বুঝতে পেরেছে।’
‘জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট’ তারেক জিয়ার এ মন্তব্যের সমালোচনা করে তিনি আরো বলেন, ‘তারেক জিয়া এখন ইতিহাসবিদ হয়ে গেছেন। কোনো কাজ না করেও তিনি প্রতিমাসে লাখ লাখ টাকা খরচ করেন লন্ডনে থেকে। তার অলস মস্তিস্কে এখন শয়তান বাসা বেঁধেছে।’
পুনরায় ক্ষমতায় না এলে আওয়ামী লীগ নেতাদের বদ্ধভূমিতে নিয়ে হত্যা করা হতো উল্লেখ করে তারানা হালিম বলেন, ‘বিএনপি ও জামায়াত জোট ক্ষমতায় এলে হিন্দু ধর্মের লোকজনদের ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হতো।’
আওয়ামী লীগের প্রবীণ নেতা মোজাফ্ফর হোসেন পল্টু বলেন, ‘বঙ্গুবন্ধুকে নিয়ে যে বির্তক শুরু হয়েছে এটা আসলে বঙ্গবন্ধুকে নিয়ে নয় স্বাধীনতাকে নিয়ে বিতর্ক। তারেক অথবা খালেদা নয় এটার পেছনে অন্য কোনো শক্তি কাজ করছে।’
তিনি বলেন, ‘তাদের কথায় মনে হয় একটি হুইসেলের মাধ্যমেই দেশ স্বাধীন হয়ে গেছে।’
এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, অগ্রণী ব্যাংকের পরিচালক অ্যাডভোটেক বলরাম পোদ্দার, এমএ করিম, অরুণ সরকার রানা প্রমুখ।