রাজনীতি আজ সঙ্কটাপন্ন

image_86707_0খবর বাংলা ২৪ ডেক্স:

 সাবেক শিল্পমন্ত্রী ও সাম্যবাদী দলের নেতা দিলীপ বড়ুয়া জানিয়েছেন দেশের রাজনীতি আজ সঙ্কটাপন্ন হয়ে পড়েছে।

তিনি বলেন, ‘অসাম্প্রায়িক রাজনীতি আজ মুখ থুবড়ে পড়েছে। আমাদের রাজনৈতিক মূলধারা চূড়ান্ত পর্যায়ে উপনীত হচ্ছে না। দেশে আজ মানুষ নানাভাবে শোষিত হচ্ছে।’

বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গণতন্ত্রী পার্টি আয়োজিত গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম খান স্মরণে নাগরিক শোকসভায় তিনি এ মন্তব্য করেন।

সাবেক এই মন্ত্রী বলেন, ‘আজিজুল ইসলাম ছিলেন অত্যন্ত সহজ-সরল ও সাদামাটা মানুষ। তিনি মানুষকে দেয়ার জন্য রাজনীতি করেছিলেন নেয়ার জন্য নয়।’

সংগঠনের সভাপতি সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ শান্তি পরিষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু, ডাকসুর সাবেক সভাপতি মাহমুদুর রহমান মান্না, আব্দুস সামাদ, ন্যাপের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কমিউনিস্ট পার্টির সদস্য ড. ওয়াজুদুল ইসলাম খান প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend