শ্রীবরদীতে রগকাটা মামলার প্রধান আসামী নুরুজ্জামান বাদল জেল হাজতে

BADOLশ্রীবরদী (শেরপুর) প্রতিনিধিঃ
৫ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন শ্রীবরদীর পোড়াগড় কেন্দ্রের নৌকা প্রতীকের এজেন্ট মোঃ বিল্লাল হোসেনের রগ কাটা মামলার প্রধান আসামী জামায়াতের শেরপুর জেলা সহকারী সেক্রেটারী ও তাতিহাটি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান বাদল ১৭ এপ্রিল বৃহস্পতিবার আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছে।
জানা গেছে শ্রীবরদী উপজেলার পোড়াগড় গ্রামের বাসিন্দা নুরুজ্জামান বাদলের বিরুদ্ধে আলোচিত রগকাটা মামলা সহ ৫ টি মামলা রয়েছে। গত জাতীয় নির্বাচনের দিন ভোরে ওয়ার্ড আ‘লীগের সভাপতি মোঃ বিল্লাল হোসেন নৌকা মার্কার এজেন্ট হিসাবে ভোট কেন্দ্র যাওয়ার পথে তার দু‘পায়ের রগ কর্তন করে দূর্বৃত্তরা। এ নিয়ে বিল্লাল হোসেন গত ১১ জানুয়ারী শ্রীবরদী থানায় একটি মামলা করে। প্রধান আসামী করা হয় মোঃ নুরুজ্জামান বাদল কে। এ ছাড়া নির্বাচনের আগের রাতে পোড়াগড় ভোট কেন্দ্রে আগুন লাগানোর ঘটনায় ৯ জানুয়ারী চাঁন মিয়া একটি মামলা দায়ের করেন। এ মামলায়ও নুরুজ্জামান বাদল ১ নং আসামী। নির্বাচনের আগে ঝগড়ার চর বাজারে ঔষধের পিকআপ ভ্যানে আগুন লাগানোর মামলাও রয়েছে তার নামে। এ ছাড়া আরও ২ মামলায় সে জামিনে রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রগকাটা মামলায় নুরুজ্জামান বাদল শেরপুর আদালতে হাজিরা দিলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend