ফোন থেকে পিসি ব্রাউজ
খবর বাংলা২৪ ডেক্স:
অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকেই ব্রাউজ করতে পারেন আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপ। শুধু একটি ছোট্ট অ্যাপস দিয়েই এই কাজটি করা যাবে।
অবশ্য অ্যাপসটির বেটা ভার্সন অনেক আগেই বের হয়েছিল। বৃহস্পতিবার সেটির অফিসিয়াল অভিষেক হলো।
গুগলের ক্রোম রিমোট ডেস্কটপ (Chrome Remote Desktop) নামের এই অ্যাপস দিয়ে আপাতত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য এ সুবিধা পাওয়া যাবে। শিগগিরই অ্যাপলের ম্যাক ও iOS সংস্করণ আসবে বলে জানিয়েছে গুগল।
উল্লেখ্য, শুধু স্মার্টফোন না অ্যান্ড্রয়েড চালিত ট্যাবলেটেও এ সুবিধা পাওয়া যাবে।