বকশীগঞ্জে ডাক্তার নিখোঁজ

খবর বাংলা২৪ ডেক্স:

বৃহস্পতিবার দুপুরে নিখোঁজ ডাক্তারের স্ত্রী রমেছা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় এই মর্মে একটি সাধারণ ডাইরি করেন।
এ বিষয়ে ডাক্তারের স্ত্রী রমেছা বেগম জানান, বুধবার রাত ৯টার দিকে একটি মোবাইল ফোনে একটি কল পেয়ে আধা ঘণ্টার মধ্যে ফেরত আসবেন বলে ঘর থেকে বের হয়ে যান। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।
১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও তিনি তিনি আর ফেরত আসেননি।
স্থানীয়রা জানায়, গত ১৩ এপ্রিল বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় এলাকায় স্থানীয় কতিপয় মাদকাসক্ত বখাটে যুবকদের সঙ্গে হাতাহাতি হয়েছিল।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ নিখোঁজ ডাক্তারকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।