ভিন্ন অভিজ্ঞতায় গম্ভীর ও নারাইন

ভিন্ন অভিজ্ঞতায় গম্ভীর ও নারাইন
খবর বাংলা২৪ ডেক্স:
বুধবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সপ্তম মৌসুমের উদ্বোধনী ম্যাচে শাহরুখ খান ও সাকিব আল হাসানের কোলকাতা নাইট রাইডার্স ৪১ রানের বড় ব্যবধানে হারায় বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসকে। আবুধাবীতে অনুষ্ঠিত এ ম্যাচে দলীয় জয়ের পাশাপাশি ভিন্ন দুটি অভিজ্ঞতাও অর্জিত হয় কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর ও ক্যারিবিয় স্পিনার সুনীল নারাইনের।

২০১২ সালের শিরোপাধারী কোলকাতা এবারের আসরে শুভ সূচনা করলেও দলীয় অধিনায়ক গৌতম গম্ভীর ছিলেন চরমভাবে ব্যর্থ। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে তিনি শুরু থেকেই ধুকতে থাকেন। শেষ পর্যন্ত লঙ্কান ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা ইনিংসের দ্বিতীয় ওভারেই তার দুর্দশার ইতি ঘটান। ৮ বল খেলেও কোন রান করতে ব্যর্থ হন এই বাঁহাতি ব্যাটসম্যান। যা ছিল তার আইপিএল ক্যারিয়ারের অস্টম বারের মতো শূন্য রানে সাজঘরে ফেরার ঘটনা।

তবে গম্ভীরের জন্য কিছুটা সান্ত্বনা হচ্ছে, আইপিএলের সবচেয়ে বেশী বার শূন্য রানে আউট হওয়ার ক্ষেত্রেও তার চেয়ে এগিয়ে আছেন লেগ স্পিনার অমিত মিশ্র। তিনি এ যাবৎ ৯ বার জমকালো এ আসরে শূন্য রানে আউট হয়ে এক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে। তবে অবাক করার মতো বিষয় হচ্ছে, গম্ভীরের দুই কেকেআর সতীর্থ জ্যাক ক্যালিস ও মনিশ পান্ডে তার সঙ্গে একই কাতারে অবস্থান করছেন। আর পূনে ওয়ারিয়র্সের লেগ স্পিনার রাহুল শর্মাও চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ৮ বার শূন্য রানে সাজঘরে ফেরার তালিকায় অবস্থান করছেন।

গম্ভীর এ ম্যাচে ব্যর্থ হলেও তার শূন্য রানের সহযোগী দুই ব্যাটসম্যান জ্যাক ক্যালিস ও মনিশ পান্ডে কিন্তু এদিন দলের জয়ে মুখ্য ভূমিকা রাখেন। ক্যালিস ৭২ এবং মনিশ ৬৪ রানের দুটি চোখ ধাধানো ইনিংস উপহার দেন দলকে। সেই সঙ্গে আইপিএল ক্যারিয়ারের ১৭তম অর্ধশতকও পূর্ণ করেন তিনি। ২৩৪৮ রান করে এ আসরের সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় ক্যালিস পঞ্চম স্থানে অবস্থান করছেন। অন্যদিকে মনিশ পান্ডেও হাজার রানের মাইল ফলক এ ম্যাচেই অতিক্রম করেন।

অন্যদিকে ম্যাচে মাত্র ২০ রানে ৪ উইকেট তুলে নিয়ে সুনীল নারাইন প্রথম কোলকাতা বোলার হিসেবে আইপিএলে ৫০ উইকেটে মাইলফলক স্পর্শ করেন। মাত্র ৩২ আইপিএল ম্যাচ থেকে এ মাইলফলকে পৌঁছে তিনি সবচেয়ে দ্রুত এ মাইলফলকে পৌঁছানোর কৃতিত্বও নিজের দখলে নেন। সুনীলের উইকেট প্রতি রান গড় মাত্র ১৩.৮৮। এক কথায় অসাধারণ।
তবে লঙ্কান ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা ৭৪ ম্যাচ খেলে ১৭.৪৯ গড়ে ১০৭ উইকেট শিকার করে এ আসরের সর্বাধিক উইকেট শিকারী হিসেবে নিজের অবস্থান সংহত করেন আরো। অমিত মিশ্র ৯৫ উইকেট নিয়ে দ্বিতীয় সেরা হিসেবে অবস্থান করছেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend