ভোট দিতে না পারায় কেন্দ্রেই আত্মহত্যা
বৃহস্পতিবার সকালে উত্তর প্রদেশের আওলা লোকসভা কেন্দ্রে এমন ঘটনা ঘটে।
জানা গেছে, হরি সিং সকালেই দেবচরার রামভরোসে লাল ইন্টর কলেজের বুথে ভোট দিতে গিয়েছিলেন। সেখানে নেশাগ্রস্ত অবস্থায় তিনি ঝামেলাও করেন।
তবে ভোট দেয়ার জন্য চারবার লাইনে দাঁড়ালেও ভোটার তালিকায় নাম না থাকায় তিনি ভোট দিতে পারেননি। ভোটার কার্ড থাকা সত্ত্বেও প্রতিবারই তাকে ফিরিয়ে দেয়া হয়।
পরে তিনি ক্ষুব্ধ হয়ে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন ওই যুবক। তবে তিনি আগেই কেরোসিন নিয়ে আসেননি। ভোট দিতে না পেরে বাড়িতে যান। সেখান থেকেই কোরোসিন এনে বুথের সামনে নিজের গায়ে আগুন দেন হরি সিং।
পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থাতেই কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
তবে জেলা প্রশাসনের দাবি, ভোট দিতে না পারায় নয়, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ঘর থেকে বেরিয়েছিলেন হরি সিং। তাই রাগের মাথায় আত্মহত্যা করেন।
তবে হরি সিংয়ের স্ত্রী জানিয়েছেন, ভোট দিতে না পারায় তিনি যথেষ্ট ক্ষুব্ধ ছিলেন।