উদ্বিগ্ন রওশন, আবু বকরের উদ্ধার দাবি

উদ্বিগ্ন রওশন, আবু বকরের উদ্ধার দাবি

খবর বাংলা২৪ ডেক্স: বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক অপহরণের ঘটনার উদ্বেগ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। একই সঙ্গে আবু বকরের দ্রুত উদ্ধার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

বৃহস্পতিবার গণ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এমন দাবি করেন।

তিনি বলেন, ‘আবু বকর সিদ্দীককে উদ্ধারে সরকারকে সব ধরনের প্রশাসনিক শক্তি প্রয়োগ করতে হবে। এ জন্য আমি প্রশাসন ও সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

অক্ষত অবস্থায় সিদ্দিকের উদ্ধার দাবি করে তিনি বলেন, ‘আবু বকর সিদ্দিককে অক্ষত অবস্থায় খুঁজে বের করতে হবে। তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend