১৩ ইটভাটায় ২৬ লাখ টাকা জরিমানা

১৩ ইটভাটায় ২৬ লাখ টাকা জরিমানা
খবর বাংলা২৪ ডেক্স:
পরিবেশ দূষণের অভিযোগে সদর উপজেলার ১৩ ইটভাটায় ২৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।  বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরে ওই ১৩ ইটভাটা মালিককে তলব করে এ জরিমানা করে।

পরিবেশ অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ও নবায়ন ব্যতিত ইটভাটা পরিচালনা করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অপরাধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার রাজাপুর, বক্তাবলী, আকবরনগর ও উত্তর গোপালনগর এলাকায় অবস্থিত মেসার্স একতা ব্রিকস ম্যানুফেকচারার্স, মেসার্স আখতার অ্যান্ড ব্রাদার্স, মেসার্স বক্তাবলী ব্রিকস, মেসার্স লালনশাহ ব্রিকস, মেসার্স জ্যোতি এন্টারপ্রাইজ, মেসার্স এম এ বি ব্রিকস, মেসার্স মা ব্রিক ফিল্ড, মেসার্স ন্যাশনাল ব্রিকস, মেসার্স তোহা ব্রিকস, মেসার্স নিউ ব্রিকস ম্যানফ্যাকচারারর্স, মেসার্স বন্ধু ব্রিকস কর্পোরেশন, মেসার্স আরেফিন ব্রিকস ও মেসার্স আর বি এম এন্টারপ্রাইজকে ২ লাখ টাকা করে ২৬ লাখ টাকা জরিমানা করা হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend