হাত-পা বাঁধা লাশ উদ্ধার


বৃহস্পতিবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত স্বপন ফতুল্লার বক্তাবলী মধ্যনগর এলাকার মাহী মিয়ার ছেলে। গত ১৪ এপ্রিল থেকে তিনি নিখোঁজ হন।
ফতুল্লা মডেল থানার এসআই আবদুল লতিফ বাংলামেইলকে জানান, মধ্যনগর এলাকার একটি ডোবার মধ্যে মৃতদেহ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। মৃতদেহের হাত-পা বাঁধা ছিল। দুর্বৃত্তরা তাকে জবাই ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করেছে।
পরিবারের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। বিষয়টি তদন্ত চলছে।