শেরপুরে ফারমার্স ব্যাংকের ১৩ তম শাখা উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক : ১৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে শেরপুর জেলা সদরে দি ফারমার্স ব্যাংকের ১৩ তম শাখা উদ্বোধন করা হয়েছে। জেলা শহরের কলেজ মোড়স্থ এ শাখা উদ্বোধন করেন প্রধান অতিথি ব্যাংকের চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট মন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর এমপি। ব্যাংকের শেরপুর শাখার ব্যবস্থাপক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে উদ্ভোবনী সভায় বক্তব্য রাখেন ব্যাংকের নির্বাহী চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতী, ভাইস প্রেসিডেন্ট ড. আত্হার উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট আব্দুল হালিম, জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিম, শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি গেলাম মোহাম্মদ কিবরিয়া, জেলা আইনজীবী সমিতি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, জাতীয় মহিলা পরিষদের শেরপুর জেলা শাখার চেয়ারম্যান সামছুন্নাহার কামাল প্রমূখ।