উথান-পথন সিদ্দিকা আক্তার জাহান (শোভা)
উথান-পথন
সিদ্দিকা আক্তার জাহান (শোভা)
হৃদয়ের কাননে, জেন অঙ্কনে এঁকেছি-
মনের মাধুর্য দিয়ে তোমার ছবি।
এ জীবন নয় শুধু শত জনমের তরে-
জীবন যেন আঁকা হয় তোমার প্রতিচ্ছবি দিয়ে।
সাঝের বেলায় মেঘ যেমন আকাশে হাসে
রঙ্গিন হয়ে উঠে আবারো সূর্যও অনায়াসে।
স্বপ্নতো নয় যেন নিশিতে রজনী এসে
তুমি মোর হেথা শান্তি দিয়েছো হৃদয়ে নীড় বেধে।
অবাক হয়ে চেয়ে রই! তুমি কি মোর?
হেথা নয় শখা মরিচিকা, তুমি এসেছ নিবিড় প্রান্তে।
তুমি নয় সে সখা, গতি-ধীর না স্থীর?
সেই তো অঙ্কনে আঁকা মোর হৃদয়ের ছবি।
স্বপ্নেতে আকা যার স্বপ্নতে শেষ-
বৃথা হয় হেথা মোর, কোনটি গন্তব্যস্থল?
সাধনা করে এঁকেছিলাম আমি কোন এক জলছবি-
দমকা হাওয়ায় ভাসিয়ে দিল জীবনের মোড়টিকে।
অত:পর আমি আবার স্থির হয়ে আঁকি ছবি
অবাক হয়ে খুঁজি আবার সেই অতীতকে
ফিরে কী পা আমি? হারিয়ে যাওয়া দিনগুলিকে।